• ঢাকা
  • বুধবার, ০৯ জুলাই, ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২, ১৪ মুহররম ১৪৪৬

আইপিএল ফাইনালের পরদিন টি-টোয়েন্টি বিশ্বকাপ? 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ০৭:৩০ পিএম
আইপিএল ফাইনালের পরদিন টি-টোয়েন্টি বিশ্বকাপ? 

এখনও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দিনক্ষণ নির্দিষ্ট করে জানায়নি আয়োজক দেশ ভারত। চলতি মাসের শেষে জানানোর কথা থাকলেও ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট ভারতীয় প্রিমিয়ার লিগের বাকি ম্যাচগুলোর সূচী নির্ধারণ করেছে দেশটির ক্রিকেট বোর্ড। ক্রিকেট বিষয়ক আন্তর্জাতিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর বিশ্লেষণ অনুযায়ী, আইপিএল শেষ হলেই শুরু হতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপ। 

করোনা মহামারীর কারণে মে মাসের শুরুতেই স্থগিত হওয়া আইপিএল বাকি ম্যাচগুলো আরব আমিরাতে আয়োজনের সবুজ সংকেত পেয়েছে। ১৯ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত এই ঘরোয়া লিগ চলবে। মহামারীর কারণে সেই হিসেবে আরব আমিরাতে আয়োজিত হতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই আগামী ১৬ অক্টোবর থেকে ১৬ দলের এই টুর্নামেন্ট শুরু হয়ে ১৪ নভেম্বর পর্যন্ত আয়োজিত হতে পারে বৈশ্বিক আয়োজন- এমন প্রতিবেদন ভাবিয়েছে ভক্তদের। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা ৮ দল সরাসরি সুপার টুয়েলভে আছে। বাকি চার দলের লড়াইয়ে নামবে পরের ৮টি দেশ- বাংলাদেশ, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, নামিবিয়া, ওমান এবং পাপুয়া নিউগিনি। দুই গ্রুপে সমানভাবে ভাগ হয়ে প্রথম রাউন্ডের ম্যাচগুলো শেষে মোট ৪টি দল উঠবে সেরা ১২ এর কাতারে। ২৪ অক্টোবর থেকে দুই গ্রুপে ছয়টি করে দল মোট ৩০ ম্যাচ খেলবে। সেরা চার দল সেমিফাইনাল খেলবে। প্লে অফ হিসেবে থাকবে মোট ৩টি ম্যাচ। 

দুবাই, আবুধাবি এবং শারজাহ- এই তিনটি ভেন্যুতে বিশ্বকাপ আয়োজনের সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে আয়োজক ভারত ভেন্যু হিসেবে ওমানকেও সংযুক্ত করতে পারে বলে গুঞ্জন রয়েছে। তবে বিসিসিআইয়ের চূড়ান্ত বক্তব্যের আগে কিছুই নিশ্চিত নয়।

Link copied!